বাংলাদেশ হঠাৎ করেই ৩ রানে ৩ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে। সাদমান ইসলামের সঙ্গে ৫৫ রানের দারুণ জুটি গড়ে আউট হন নাজমুল হোসেন শান্ত। ইনিংসের ২৮তম ওভারে রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হন তিনি। ৩৭ বলে ১৯ রান করে ড্রেসিংরুমে ফেরেন বাংলাদেশ অধিনায়ক।
দলীয় ফিফটিতে ২ রান যোগ করে আউট হন সাদমান। ২৯তম ওভারে তিনি আকাশ দীপের বলে ইয়াস্বী জয়সওয়ালের হাতে ফাউলে ক্যাচ দেন। ১০১ বলে ৫০ রান করে সাজঘরে ফেরেন সাদমান।
ব্যাক টু ব্যাক বোলিংয়ে লিটন দাসকে তুলে নেন জাদেজা। ডানহাতি ব্যাটসম্যানকে উইকেটরক্ষক ঋষভ পান্তের হাতে ক্যাচ দেন ভারতীয় এই স্পিনার। টানা তিন ওভারে তিন ব্যাটসম্যানকে হারায় বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৯৪ রান। মুশফিকুর রহিম আছেন ১ ও অপরাজিত আছেন ০ রানে। বাংলাদেশের লিড এখন ৪২ রান।
আজ মঙ্গলবার 2 উইকেটে 26 রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে বাংলাদেশ। দিনের তৃতীয় ওভারে আউট হন মুমিনুল হক। রবিচন্দ্রন অশ্বিনের ডেলিভারিতে সুইপ করতে গিয়ে লেগ স্লিপে লোকেশ রাহুলের হাতে ধরা পড়েন বাঁহাতি ব্যাটসম্যান। প্রথম ইনিংসে ১০৭ রানে অপরাজিত থাকা মুমিনুল দ্বিতীয় ইনিংসে মাত্র ২ রান করে ফিরে আসেন।
এর আগে সোমবার, চতুর্থ দিনে মাত্র 34.4 ওভারে 9 উইকেটে 285 রান করে প্রথম ইনিংস ঘোষণা করে ভারত। এরপর স্বাগতিকদের লিড ৫২ রানে। বিকেলে ব্যাট করতে নেমে 11 ওভারে 26 রান করার পর বাংলাদেশ দুই উইকেট হারিয়ে ফেলে।
দ্বিতীয় ইনিংসে ওপেনার জাকির হাসান ১৫ বলে ১০ রান করে আউট হন। অশ্বিন বলেছেন তিনি এলবিডব্লিউ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত হাসান মাহমুদকে ব্যাট করতে পাঠান নাইট ওয়াচম্যান হিসেবে। এটাও খুব একটা সাহায্য করেনি। ৯ বলে ৪ রান করে আউট হন হাসান।