কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় কাশফুলের শুভ্র রুপে অনিন্দ্য সাজে প্রকৃতি। শরৎ সেজেছে মন মোহিনী সাজে,শরৎ মানেই নীল আকাশে সাদা মেঘের ভেলা আর কাশফুলের শুভ্রতা। শরৎ প্রকৃতিকে সাজিয়ে তোলে কাশফুলের অপার সৌন্দর্য্য দিয়ে। প্রকৃতিতে পালাবর্তনে কাশফুলের সৌন্দর্য্যে মানুষ ছুটে আসছে কাশবনে।
শুক্রবার(২৭ সেপ্টেম্বর) সরেজমিনে উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে দেখা যায় সাদা পরিরা দল বেঁধে দক্ষিণা বাতাসে মাথা ঝুলিয়ে নৃত্যে ব্যস্ত।এছাড়াও ব্রহ্মপুত্রের তীরবর্তী এ কাশফুল বাগানের সৌন্দর্য্য উপভোগ করছেন পর্যটকরা।
প্রিয়জনকে নিয়ে প্রকৃতির সাথে একাকার করে দিতে হাজির হয়েছেন প্রকৃতিপ্রেমিক। কেউ আসছে প্রেমিক-প্রেমিকা নিয়ে, কেউ আসছে পরিবার বা বন্ধু-বান্ধব নিয়ে। প্রতিদিন শত শত দর্শনার্থীরা কাশবনে সেলফি বা নিজের ছবিটা ক্যামেরা বন্ধি করছে।