০৫:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

মেদ ঝরিয়ে আবারও ফিট শুভশ্রী

  • বিনোদন ডেক্স
  • আপডেট সময়ঃ ১০:৩১:০৫ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
  • ৪৪ বার পড়া হয়েছে

মেদ ঝরিয়ে ফিট শুভশ্রী

জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী সবার প্রিয়। তার চেহারা, উচ্চতা এবং অভিনয় তার ভক্তদের মুগ্ধ করে। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত নতুন একটি সিনেমার নাম ‘বাবলি’। চরিত্রের প্রয়োজনে এই সিনেমায় তাকে মোটা শরীরে দেখা গেছে।

শুভশ্রী এই সিনেমার শুটিং শুরু করেন তার দ্বিতীয় সন্তান জন্মদানের পরপরই। এজন্যই হয়তো ঠিকই পর্দার বাবলি হয়ে উঠতে তাকে আর কাঠখড় পুড়িয়ে মেদবহুল হতে হয়নি। মা হওয়ার পরে স্বাভাবিকভাবেই তিনি একটু স্বাস্থ্যবতী হয়েছিলেন বৈ কি!

তবে এখন দেখলে আর মনে হবে না কয়েক মাস আগেও তিনি মেদবহুল ছিলেন। এরই মধ্যে অনেকটাই ওজন ঝরিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট করা কয়েকটি ছবিতে প্যাস্টেলরঙা শাড়িতে মোহনীয় রূপে ধরা দিয়েছেন শুভশ্রী গাঙ্গুলী।

এই ছবিতে দেখা গেছে একরঙা শিফন সিল্কের প্যাস্টেল কালারের শাড়ি পরেছেন শুভশ্রী। হালকা রঙের এই শাড়িতে তাকে অনবদ্য মানিয়েছে। শাড়িতে নেই কোনো কারুকার্য, শুধু চিকন লেইস লাগানো পাড়ে। তাতেই ভিন্ন লুক ক্রিয়েট করেছে শাড়িটি।

তবে শুভশ্রী গাঙ্গুলীর ব্লাউজটি সবারই নজর কেড়েছে। স্লিভলেইস হাইনেক ব্লাউজের গলায় ছিল বো বাঁধা। শাড়ির সঙ্গে খুবই কম জুয়েলারি পড়েছেন অভিনেত্রী, তার কানে দেখা গেছে লাভ আক্রতির স্টোনের রিং।

আর ডান হাতের দুটি আঙুলে ডায়মন্ডের আংটি আর বাম হাতে একটি আংটি দেখা গেছে। ডান হাতে একটি ডায়মন্ডের ব্রেসলেটও পরেছেন তিনি। অন্যদিকে তার মেকআপে ছিল স্নিগ্ধতা। চুল বেঁধেছিলেন রেট্রো স্টাইলে। সব মিলিয়ে তাকে দারুণ লেগেছে ইনস্টাগ্রামের ছবিগুলোতে।

তার এই ছবি ঘিরেই নেটিজেনরা করছেন নানা মন্তব্য। কমেন্টে কেউ লিখেছেন, ‘কে বলবে ক’দিন আগেই মেয়ে হয়েছে, এক বছরও তো হয়নি’। আরও একজন লিখেছেন, ‘আমি ভেবেছিলাম নোরা ফাতেহি, এখন দেখি শুভশ্রী’। আবার অনেকেই তার ফিটনেস দেখে শুভকামনা জানিয়েছেন।

বরাবরই স্বস্থ্য সচেতন শুভশ্রী গাঙ্গুলী। তবে ২০২০ সালের ১২ সেপ্টেম্বর তার প্রথম সন্তান ইউভানের জন্ম হয়। তারপর বেশ মুটিয়ে গিয়েছিলেন এই অভিনেত্রী।

একই সঙ্গে শুভশ্রী গাঙ্গুলী প্রথম সন্তান হওয়ার পর করোনাতেও আক্রান্ত হয়েছিলেন। সব মিলিয়ে তার ওজন বেড়ে গিয়েছিল অনেকটাই। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা মন্তব্য, সমালোচনা ও কটাক্ষেরও শিকার হন শুভশ্রী।

তবে নিন্দাকারীদের মুখে ঝামা ঘষে শারীরিক কসরত করে আবারও ছিপছিপে শরীরে অভিনয়ে ফেরেন তিনি। অতঃপর গত বছর ৩০ নভেম্বর দুপুরে শুভশ্রীর দ্বিতীয়বার হাওয়ার মা হওয়ার সুখবর গণমাধ্যমে প্রকাশিত হয়।

ছেলে যুবানের পর রাজ-শুভশ্রীর সংসারে আসে ইয়ালিনী। যাতে আগের মতো শরীরের মেদ না বাড়ে, ইয়ালিনী পেটে থাকাকালীনও ব্যায়াম চালিয়ে যান শুভশ্রী।

শুভশ্রী অবশ্য মেয়ের জন্মের পর বিশেষ বিরতি নেননি। সঙ্গে সঙ্গে কাজে ব্যস্ত হয়ে পড়লেন। স্বামী রাজ পরিচালিত ‘বাবলি’ সিনেমা নিয়ে ব্যস্ত তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে সেই ছবি। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আবীর চ্যাটার্জি।

জনপ্রিয় সংবাদ

মেদ ঝরিয়ে আবারও ফিট শুভশ্রী

আপডেট সময়ঃ ১০:৩১:০৫ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী সবার প্রিয়। তার চেহারা, উচ্চতা এবং অভিনয় তার ভক্তদের মুগ্ধ করে। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত নতুন একটি সিনেমার নাম ‘বাবলি’। চরিত্রের প্রয়োজনে এই সিনেমায় তাকে মোটা শরীরে দেখা গেছে।

শুভশ্রী এই সিনেমার শুটিং শুরু করেন তার দ্বিতীয় সন্তান জন্মদানের পরপরই। এজন্যই হয়তো ঠিকই পর্দার বাবলি হয়ে উঠতে তাকে আর কাঠখড় পুড়িয়ে মেদবহুল হতে হয়নি। মা হওয়ার পরে স্বাভাবিকভাবেই তিনি একটু স্বাস্থ্যবতী হয়েছিলেন বৈ কি!

তবে এখন দেখলে আর মনে হবে না কয়েক মাস আগেও তিনি মেদবহুল ছিলেন। এরই মধ্যে অনেকটাই ওজন ঝরিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট করা কয়েকটি ছবিতে প্যাস্টেলরঙা শাড়িতে মোহনীয় রূপে ধরা দিয়েছেন শুভশ্রী গাঙ্গুলী।

এই ছবিতে দেখা গেছে একরঙা শিফন সিল্কের প্যাস্টেল কালারের শাড়ি পরেছেন শুভশ্রী। হালকা রঙের এই শাড়িতে তাকে অনবদ্য মানিয়েছে। শাড়িতে নেই কোনো কারুকার্য, শুধু চিকন লেইস লাগানো পাড়ে। তাতেই ভিন্ন লুক ক্রিয়েট করেছে শাড়িটি।

তবে শুভশ্রী গাঙ্গুলীর ব্লাউজটি সবারই নজর কেড়েছে। স্লিভলেইস হাইনেক ব্লাউজের গলায় ছিল বো বাঁধা। শাড়ির সঙ্গে খুবই কম জুয়েলারি পড়েছেন অভিনেত্রী, তার কানে দেখা গেছে লাভ আক্রতির স্টোনের রিং।

আর ডান হাতের দুটি আঙুলে ডায়মন্ডের আংটি আর বাম হাতে একটি আংটি দেখা গেছে। ডান হাতে একটি ডায়মন্ডের ব্রেসলেটও পরেছেন তিনি। অন্যদিকে তার মেকআপে ছিল স্নিগ্ধতা। চুল বেঁধেছিলেন রেট্রো স্টাইলে। সব মিলিয়ে তাকে দারুণ লেগেছে ইনস্টাগ্রামের ছবিগুলোতে।

তার এই ছবি ঘিরেই নেটিজেনরা করছেন নানা মন্তব্য। কমেন্টে কেউ লিখেছেন, ‘কে বলবে ক’দিন আগেই মেয়ে হয়েছে, এক বছরও তো হয়নি’। আরও একজন লিখেছেন, ‘আমি ভেবেছিলাম নোরা ফাতেহি, এখন দেখি শুভশ্রী’। আবার অনেকেই তার ফিটনেস দেখে শুভকামনা জানিয়েছেন।

বরাবরই স্বস্থ্য সচেতন শুভশ্রী গাঙ্গুলী। তবে ২০২০ সালের ১২ সেপ্টেম্বর তার প্রথম সন্তান ইউভানের জন্ম হয়। তারপর বেশ মুটিয়ে গিয়েছিলেন এই অভিনেত্রী।

একই সঙ্গে শুভশ্রী গাঙ্গুলী প্রথম সন্তান হওয়ার পর করোনাতেও আক্রান্ত হয়েছিলেন। সব মিলিয়ে তার ওজন বেড়ে গিয়েছিল অনেকটাই। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা মন্তব্য, সমালোচনা ও কটাক্ষেরও শিকার হন শুভশ্রী।

তবে নিন্দাকারীদের মুখে ঝামা ঘষে শারীরিক কসরত করে আবারও ছিপছিপে শরীরে অভিনয়ে ফেরেন তিনি। অতঃপর গত বছর ৩০ নভেম্বর দুপুরে শুভশ্রীর দ্বিতীয়বার হাওয়ার মা হওয়ার সুখবর গণমাধ্যমে প্রকাশিত হয়।

ছেলে যুবানের পর রাজ-শুভশ্রীর সংসারে আসে ইয়ালিনী। যাতে আগের মতো শরীরের মেদ না বাড়ে, ইয়ালিনী পেটে থাকাকালীনও ব্যায়াম চালিয়ে যান শুভশ্রী।

শুভশ্রী অবশ্য মেয়ের জন্মের পর বিশেষ বিরতি নেননি। সঙ্গে সঙ্গে কাজে ব্যস্ত হয়ে পড়লেন। স্বামী রাজ পরিচালিত ‘বাবলি’ সিনেমা নিয়ে ব্যস্ত তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে সেই ছবি। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আবীর চ্যাটার্জি।